
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে ৩৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ আবু রায়হান (৩৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (৮ মার্চ) দুপুরে তাকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় র্যাব-৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রায়হান নওগাঁর বদলগাছি উপজেলার মাস্টার পাড়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র।
র্যাব জানায়, আটক আবু রায়হান চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে তাকে বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ তাকে হাতে নাতে আটক করে।