পাঁচ পুলিশ সদস্য’র উপর জুয়াড়িদের হামলা, আটক ৫

পিবিএ,কলাপাড়া(পটুয়াখালী): পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে জুয়ারীদের আটক করতে গিয়ে পুলিশ উপ-পরিদর্শকসহ পাঁচজন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে। মহিপুর থানা পুলিশ এ ঘটনায় পৗর ছাত্রলীগের সভাপতি মো.মজিবর (২৯), শাহীন (৩০), গোলাম মাওলা (৩০), রবিউল (২৯) ও কলিম মাহমুদ (৩২) নামের পাঁচ জুয়ারীকে আটক করে। সোমবার রাত ১২ টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল ”কিং” এ এ ঘটনা ঘটে। আহত পুলিশ মধ্যে কনেষ্টেবল মো.ইব্রাহিম, মৃদুল কান্তি বেপারী ও মো.রফিকুল ইসলামকে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার আবাসিক হোটেল ’কিং’ ১০২ নং কক্ষে এ দীর্ঘদিন ধরে এক শ্রেনীর জুয়াড়ীরা টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। সোমবার রাতে পুনরায় তারা জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে জুয়াড়ীরা পুলিশের উপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক হলো মো.মনির হোসেন, মো.আসাদুজ্জামান, পুলিশ কনেষ্টেবল মো.ইব্রাহিম, মৃদুল কান্তি বেপারী ও মো.রফিকুল ইসলাম আহত হয়। পরে সেখান থেকে পাঁচ জুয়ারীকে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে পাঁচ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে। আটক জুয়াড়ীদের বাড়ী কুয়াকাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বলে জানা গেছে।

মহিপুর থানার ও মনিরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা প্রদান করা ও জুয়া আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জনিয়েছেন।

পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এসডি

আরও পড়ুন...