পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে

ফাইল ছবি

এইচ আলিম, পিবিএ, বগুড়া : যৌতুক ও বউ পেটানোর অভিযোগ উঠলো বহুল আলোচিত হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে বগুড়া সদর থনায় পাল্টা পাল্টি অভিযোগ দেয়া হয়েছে। পৃথক দু’টি অভিযোগ খতিয়ে দেখছেন বগুড়া সদর থানার কর্মকর্তারা। বগুড়া সদর থানা সুত্রে জানা যায়, বগুড়া শহরের এরুলিয়া এলাকার বাসিন্দা আশরাফুল আলম ওরফে হিরো আলম থানায় অভিযোগ করেন যে, মঙ্গলবার (৫ মার্চ) রাতে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে পিটিয়েছে। স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার শ্বশুর সাইফুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়া বেগম সুমিসহ কয়েকজন হিরো আলমের বাড়িতে গিয়ে তাকে প্রহার করে এবং এ সময় তার কাছে থাকা ৫ লাখ টাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে হিরো আলম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্ত্রী-শ্বশুরসহ পাঁচজনের নামে মঙ্গলবার রাতেই বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে শ্বশুর সাইফুল ইসলাম হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ দিয়েছেন থানায়। হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমিকে গত ৪ মার্চ সোমবার রাতে মারধর করেন। পরে খবর পেয়ে পিতা সাইফুল ইসলাম ৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সুমিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। হিরো আলম তার দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্ত্রীর সাথে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি জানান, হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে বগুড়ায় থাকা স্ত্রী-সন্তানের কোন খবর রাখেন না এবং সংসার খরচ দেন না। এর প্রতিবাদ করলেই তাকে শারীরিক নির্যাতন করা হয়। হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জানান, মেয়েকে নির্যাতন করার খবর পেয়ে মঙ্গলবার রাতে মেয়ের বাড়ি গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছি।
হিরো আলম জানান, তার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাকে হিরো থেকে জিরো করতে এইসব মিথ্যা ঘটনা সাজানো হচ্ছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগ ও তার শ্বশুর এর পৃথক দু’টি অভিযোগ পাওয়া গেছে। প্রথমে হিরো আলমের এবং পরে স্ত্রী পক্ষের পাওয়া গেছে। হিরো আলমকে মারপিট ও ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন। এছাড়া হিরো আলমের শ্বশুর তার কন্যা (হিরো আলমের স্ত্রী) সুমিকে নির্যাতনের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...