পাঁচ সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মামলা
মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

পিবিএ, গোপালগঞ্জ: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের নিঃশর্ত মুক্তি ও গোপালগঞ্জ প্রতিনিধি এস.এম হুমায়ুন কবীরসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সচেতন সমাজের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে দৈনিক যুগকথার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দৈনিক সংবাদের গোপালগঞ্জ প্রতিনিধি রবীন্দ্রনাথ অধিকারী, এনটিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত, এসএ টিভির বাদল সাহা, এটিএন বাংলার গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী, হাসান মাহমুদ, বৈশাখী টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামান, দ্যা এশিয়ান এইজের গোপালগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মানিক, দৈনিক জবাবদিহি’র স্টাফ রিপোর্টার কবির মাহমুদ বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি ৫ সাংবাদিকের নামে মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধসহ ওই ৫ সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকরা।

এ কর্মসূচীতে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিকদের সংগঠন একাত্মতা প্রকাশ করে। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী দৈনিক যুগান্তর পত্রিকায় ঢাকার নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের অবৈধ সম্পদ অর্জন নিয়ে প্রতিবেদন ছাপা হয়। ওই দিন সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ মিয়া বাদী হয়ে ৫ সাংবাদিকের নামে দোহার থানায় মামলা করেন।

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...