পাইকগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত

পিবিএ,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় যৌতুকের দাবিতে স্ত্রী আদিবা খাতুনকে মারপিট করে গুরুতর আহত করেছে পাসন্ড স্বামী শাহাজালাল। স্ত্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা পৌর সদরের সরল গ্ৰামের ৫ নং ওয়ার্ডে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহফুজুর রহমান কিনুর কন্যা আদিবা খাতুন (২০) কে সামাজিক ভাবে পৌরসভার সরল গ্ৰামের ৫ ওয়ার্ডে আজিজ মোল্লার ছেলে শাহাজালাল (২২) সহিত ৪/৬/২০২০ তারিখে ২ লক্ষ্য ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ হয় ।

বিয়ের কিছুদিন পর আদিবার স্বামী শাহাজালাল আদিবা কে পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহাফুজুর রহমান কিনুর নিকট থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনতে বলে বিভিন্ন সময় মারপিট নির্যাতন করে আসছে। এ নিয়ে বিভিন্ন সময় শালীস হয় । বুধবার রাতে আদিবার স্বামী শাহাজালাল, শাশুড়ি,ননদ যৌতুকের টাকা দাবি করে মারপিট করে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার আদিবার পিতা মাতা খবর পেয়ে আদিবাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ,আদিবা কে যে ভাবে নির্যাতন করা হয়েছে তাতে তার স্মৃতি শক্তি লোপ পাচ্ছে। এ ব্যাপারে আদিবার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহফুজুর রহমান কিনু জানান বিয়ের সময় নগদ টাকা সহ ২ লক্ষ্য টাকার মালামাল দিয়েছি । তিনি মামলা করবেন বলে এ প্রতিনিধি কে জানিয়েছেন।

পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি

আরও পড়ুন...