পিবিএ,পাইকগাছা(খুলনা): অমাবস্যার প্রবল জোয়ারে পাইকগাছ দেলুটি ইউনিয়নের অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়ানের চকরিবকরি বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধ ভেঙে আবারো গেউয়াবুনিয়া, চকরিবকরি, পারমধুখালী তিনটি গ্রামের বৃহত একটি অংশ প্লাবিত হয়ে ঘরবাড়ী, গবাদীপশু, মৎস্য খামার,আমন ফসল ব্যপক ক্ষতি হয়েছ। প্রায় দুই শত পরিবার এখনো মানবেতর জীবন যাপন করছে।
পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকির নির্দেশনায় সৃষ্টি ড্যাম কেয়ার টীম, ও দেলুটি ইউনিয়ন এর তত্ত্বাবধানে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা-স্বেচ্ছাশ্রমে প্রায় তিন শত নারী-পুরুষের দুই দিন স্বেচ্ছা-শ্রমের বিনিময়ে প্রতিরক্ষা বাঁধটি বুধবার দুপুরে নির্মান করতে সক্ষম হয়েছে।
প্রতিরক্ষা বাঁধ নির্মানের সময় উপস্থিত ছিলেন দেলুটি ইউ পি চেয়ারম্যান ও ড্যাম কেয়ার টীমের সভাপতি রিপন কুমার মন্ডল, ইউ পি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল ও প্রীতিলতা ঢালী, আওয়ামীলীগ নেতা সুকৃতি মোহন সরকার, কুমুদ রায়, শ্যামল রায়, পরিতোষ মন্ডল, নিরোদ মল্লিক, জ্যোতিষ চন্দ্র ঢালী, বিধান চন্দ্র মন্ডল, যুবলীগের সুব্রত রায়, অতনু মন্ডল, তাপস মন্ডল, বিভূতি সরকার, বিধান রায়, অমল মন্ডল, বিজন মন্ডল, তাপস সরদার, কার্তিক সরদার, পবিত্র সরকার, দীপক সরকার, শশ্মান সরকার, বিশ্বজিৎ ঢালী, মিলটন মন্ডল, গোবিন্দ মন্ডল প্রমুখ।
পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি