খুলনায় বানভাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত খাবার বিতরণ


পিবিএ,পাইকগাছা,(খুলনা): খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্ফান ও আম্ফান পরবর্তীতে দেলুটি ইউনিয়নে আমাবস্যার প্রবল জোয়ারের পানিতে চক্রি বাক্রি জলমহাল ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত অবস্থা থাকায় প্রায় ২শ পরিবার মানবেতর জীবনযাপন করছে।

সোমবার সকালে দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, চিনি ১কেজি, চিড়া ২ কেজি, লুডুস ৫শ গ্রাম, বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম, ইউ,পি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, প্রীতিলতা ঢালী, চম্পক বিশ্বাস ইউপি সচিব নিরাপদ মল্লিক, বুলবুল আহম্মেদ প্রমুখ।

পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি

আরও পড়ুন...