পিবিএ,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় বাঁশের মাচায় আরাম করে জুয়া খেলা অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছেন। এ ঘটনায় হরিঢালী ক্যাম্প পুলিশের এসআই মনিরুজ্জামান হাজরা বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন,যার নং ৫। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে থেকে এদেরকে আটক করা হহয়। আটককৃতরা হলো, সোনাতনকাটির আকবার মোড়ল (৬০), একরাম হোসেন (৫০), ইমরান পারভেজ (৩২), সোহেল (৩৫), মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা হয়েছে বলে ওসি মোঃ এজাজ শফী জানান।
পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি