পিবিএ ডেস্ক: ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর পানি পাকিস্তানকে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতের হরিয়ানা রাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে এমন কথা বলেন তিনি। মোদি বলেন, ‘‘গত ৭০ বছর ধরে হরিয়ানার এই এলাকা অর্থ্যাৎ ভারতের কৃষকদের অধিকারে থাকা যে পানি পাকিস্তানে বয়ে গিয়েছে, মোদি সেই পানি বন্ধ করে দেবে। ওই পানি আপনাদের ঘরে ঘরে পৌঁছবে।’’
বার্তা সংস্থা আইএএনএস জানায়, এর আগের সরকারগুলো পাকিস্তানে প্রবাহিত হওয়া ওই পানি বন্ধ করেনি উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘মোদি আপনাদের হয়ে লড়াই লড়বে।’’
এদিকে হরিয়ানার দাদরি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন কুস্তিগীর ববিতা ফোগট। তার জীবনের ওপর নির্মিত ‘দঙ্গল’ ছবিটির সাফল্যের পরে ২৯ বছর বয়সি ববিতার এখন বেশ জনপ্রিয়।
ববিতার রাজনীতিতে প্রবেশ ও দলের প্রার্থী হওয়াকে স্বাগত জানিয়ে মোদি বলেন, সম্প্রতি চিনা প্রেসিডেন্ট শি জিং পিং-এর সঙ্গে তার সাক্ষাত হয়েছে তার। এ সময়ে চীনা প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন, দঙ্গল ছবিটি দেখেছেন তিনি। সেখানে ভারতের নারীদের কৃতিত্বকে তুলে ধরা হয়েছে। মোদী বলেন, ‘‘চিনা প্রেসিডেন্টের ওই কথা শুনে আমি গর্বিত। হরিয়ানার মেয়েরা দেখিয়ে দিয়েছে, সব জায়গাতেই তারা সেরা হতে পারে।’’
পিবিএ/বাখ