পাকিস্তানকে হারালো বাংলাদেশের নারীরা

পিবিএ ডেস্ক: পাকিস্তানের মাটিতে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে সালমারা। ঘরের মাঠে টাইগ্রেসদের সামনে ২১১ রানের লক্ষ্য দিয়েছিলো পাকিস্তান। ১ বল ও ১ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে তরী নোঙর করে। ফলে দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা আসলো।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন দারুণ ব্যাটিং করেছেন ফারজানা, মুর্শিদা ও রুমানা। মুর্শিদা (৪৪) ও রুমানা (৩১) অর্ধশত করতে না পারলেও ফারজানা ব্যর্থ হননি। ৯৭ বলে ৬ টি চারের সাহায্যে ৬৬ রানের পর ফেরেন ফারজানা। টান টান উত্তেজনা জাগিয়ে প্রায় হারতে বসেছিলো টাইগ্রেসরা। কিন্তু জাহানারার দারুণ লড়াইয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের সেনানিরা।
বল হাতে আগের সবগুলো ম্যাচে উজ্জ্বল থাকা জাহানারা কোনো উইকেট পাননি। তবে জাহানারার বদলে আজ জ¦লে ওঠেন রুমানা আহমেদ। রুমানা ৩টি, সালমা ২টি ও পান্না একটি উইকেট নেন। ফিল্ডারদের দারুণ প্রচেষ্টায় ৪টি রান করে টাইগ্রেসরা।

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে টপঅর্ডারের সবাই রান করেন। ওপেনার নাহিদা ৬৩, বিসমাহ ৩৪ ও আলিয়া ৩৬ রান করেন। এছাড়া জাভেরিয়া খান ২৪ রান করেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...