পিবিএ,খেলাধুলা: সিরিজের একমাত্র টি টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান করে মিকি আর্থারের শীষ্যরা। লক্ষ্য তাড়া করতে নেমে, ৪ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।
কার্ডিফে ব্যাট করতে নেমে ৩১ রানেই ফখর ও ইমামুলের উইকেট হারায় পাকিস্তান। তবে, বাবর আজমের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন হারিস সোহেল। ৫০ রান করে সোহেল আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর বাবর আজমের ৬৫ ও শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৮ রানের সুবাদে, ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৩ রান তোলে পাকিস্তান। ২৯ রানে ২টি উইকেট নিয়েছেন আর্চার। জবাবে, ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও প্রত্যাশিত হয়নি। মাত্র ৯ রানেই বিদায় নেন ডাকেট।
তবে, অধিনায়ক মরগানের অপরাজিত ৫৭ রানের সঙ্গে জো রুট করেন ৪৭ রান। শেষদিকে ডেনলির অপরাজিত ২০ রানে, মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
পিবিএ/এমএস