পাকিস্তানের অভিজ্ঞতার কাছেই হেরে গেছে আফগানিস্তান

পিবিএ স্পোর্টস ডেস্ক: অভিজ্ঞতার কাছেই হেরে গেছে আফগানিস্তান। শেষ পর্যন্ত আশা জাগিয়েও ভক্ত সমর্থকদের নিরাশ করলেন গুলবাদিনরা। পাকিস্তানের কাছে তিন উইকেটে হার নিয়ে মাঠ ছেড়েছে আফগানিস্তান। শনিবার বিশ্বকাপের ৩৫তম ম্যাচে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে এক দুর্দান্ত জয় তুলে নেয় সরফরাজ বাহিনী। আফগানিস্তানের স্বল্প পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে শেষ দুই বল পর্যন্ত জয়ের অপেক্ষা করতে হয় পাকিস্তানকে।
বিশেষ করে ইমাদ ওয়াসিমের ৪৯ ও বাবর আজমের ৪৫ রানেই পাকদের জয়ের বন্দরে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট পতন হয় পাকিস্তানের। এক বাবর আজম ছাড়া দীর্ঘ
সময় কেউ স্থায়ী হননি। আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে পাকিস্তানি ব্যাটিং অর্ডার যখন কোণঠাসা ঠিক সেই মুহূর্তে দলের হাল ধরেন ইমাদ ওয়াসিম। তার গুরুত্বপূর্ণ ৪৯ রানেই শেষ পর্যন্ত দল জয় পায়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...