পাকিস্তানের কোচ হতে আবেদন করেছে কোর্টনি ওয়ালশ

পিবিএ ডেস্ক: বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত ফল না হওয়ায় প্রধান কোচ মিকি আর্থার ও বোলিং কোচ আজহার মাহমুদসহ পুরো কোচিংস্টাফকে ছাঁটাই করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজদের কোচিংস্টাফ নিয়োগের জন্য গত ৯ আগস্ট বিজ্ঞপ্তি দেয় পিসিবি।

তাই পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শুধু ওয়ালশই নন, এই তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তিন নম্বর পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেন জোন্স।

আজ সোমবার কোচ হিসেবে আবেদনের শেষ দিন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও টিভি সূত্রে জানা যায়, পাকিস্তানের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছেন মিসবাহ-উল-হক, কোর্টনি ওয়ালশ ও ডেন জোন্স।

মিসবাহ-উল-হক

পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার দিক থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। পাকিস্তানের সাবেক এ অধিনায়ককে ইতিমধ্যে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের দায়িত্বে দিয়ে রেখেছে পিসিবি।

পাকিস্তানের হয়ে ৭৫ টেস্টে ১০টি সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ২২২ রান করেন মিসবাহ। ওয়ানডে ক্রিকেটে ১৬২ ম্যাচে সংগ্রহ করেন ৫ হাজার ১২২ রান। আর টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচে তার সংগ্রহ ৭৮৮ রান।

ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিসবাহ। পিসিবির ক্রিকেট পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার আবেদন করেছেন তিনি।

কোর্টনি ওয়ালস

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত কোর্টনি ওয়ালশের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিশ্বকাপে প্রত্যাশিত ফল না হওয়ায় ওয়ালশের চুক্তি নবায়ন করেনি বিসিবি। বাংলাদেশে থাকাকালীন সাকিব-তামিমদের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংয়ে চলে যাওয়ার পর একটি সিরিজে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংদন্তি পেসার কোর্টনি ওয়ালশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে সর্বোচ্চ ৫১৯ উইকেট শিকার করেন ওয়ালশ। এ ছাড়া ওয়ানডে ক্রিকেটে ২০৫ ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ২২৭ উইকেট শিকার করেন জ্যামাইকান এ কিংবদন্তি পেসার।

ডেন জোন্স

১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১০ বছর আন্তর্জাতিক লেভেলে ক্রিকেট খেলেন ডেন জোন্স। অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ১১টি সেঞ্চুরির সাহায্যে ৩ হাজার ৬৩১ রান এবং ১৬৪ ওয়ানডে ম্যাচে ৭টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৬৮ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান।

পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন তিনি। ২০১৩ সালের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক একটি সিরিজে আফগানিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ডেন জোন্স। পাকিস্তান সুপার লিগে (পিএসিএল) ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান পাকিস্তানের প্রধান কোচ হতে আগ্রহী।

পিবিএ/ইকে

আরও পড়ুন...