পিবিএ, জাবি : ফের ভারতীয় আকাশসীমায় দেখা গেল পাকিস্তানের নজরদারি ড্রোন। রাজস্থানের কাছে শ্রী গঙ্গানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতীয় আকাশে দেখা যায় পাকিস্তানের ড্রোন। যদিও গুলি করে নজরদারি ড্রোনটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা-সূত্রে এমনই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
মরুভূমি এলাকায় ভারতীয় সেনার অবস্থানের খোঁজ খবর নিতেই এই ড্রোন নজরদারি বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান হামলার পর এই নিয়ে তৃতীয়বার ভারতীয় আকাশ সীমা লংঘন করল পাকিস্তানি নজরদারি ড্রোন।
এর আগে গুজরাট ও রাজস্থানের বিকানেরে পাক ড্রোন দেখা গিয়েছিল। প্রথমবার ‘স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম’ এবং দ্বিতীয়বার সুখোই বিমানের ক্ষেপণাস্ত্রে ধ্বংস করা হয়েছিল ড্রোনটি।
পিবিএ/জিজি