পিবিএ ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে পাকিস্তান- শ্রীলঙ্কা। এরই মধ্যে ২-০ তে জিতে সিরিজ নিশ্চিত করেছে লঙ্কানরা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে লংকান ক্যাপ্টেন শানাকা।
শ্রীলঙ্কা একাদশে পাঁচটি পরিবর্তন। অন্য দিকে পাকিস্তান একাদশে তিনটি পরিবর্তন। আহমেদ শেহজাদ, আকমল ও হাসনাইনের পরিবর্তে সোহেল, ইফতেখার ও শেনওয়ারি জায়গা করে নিয়েছেন।
প্রথম দুই ম্যাচই লঙ্কানদের কাছে হেরেছে সরফরাজের দল। তাই সিরিজ খোঁয়ালেও, অন্তত শেষ ম্যাচটি জিতে সান্তনা পেতে চায় পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি একাদশ:
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),বাবর আজম (সহ অধিনায়ক), হ্যারিস সোহোল, ইফতেখার আহমেদ ,আসিফ আলি, ফখর জামান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির,উসমান শেনওয়ারি, ইমাদ ওয়াসিম, শাদাব খান।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি একাদশ:
দানুশকা গুণাথিলাকা, সাদেরা সামারাইকরাম, ভানুকা রাজাপাকসা, অ্যাঞ্জেলো পেরেরা, অবিশ্কা ফার্নান্দো, দাশুন শানাকা (অধিনায়ক ),ওয়ানিন্দু হাসরঙ্গ, লাহিরু মধুশঙ্কা, লক্ষণ সন্দাকন, কাশুন রাজিত,লাহিরু কুমার
পিবিএ/ইকে