পাকিস্তানের হয়ে খেলছেন বিরাট কোহলি!

পিবিএ ডেস্ক: শ্রীনগর ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে ২০২৫-এর টি-২০ বিশ্বকাপের ফাইনাল। সেই খেলায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগে চলছে পাকিস্তান দলের ক্রিকেটারদের পরিচয় পর্ব। সেখানে বলা হচ্ছে, ‘পাকিস্তানের হয়ে ওপেন করতে নামবে দুই কিংবদন্তী ব্যাটসম্যান বাবর আজম ও বিরাট কোহলি।’

সেই ম্যাচ ঘরে বসে দেখছে পাকিস্তানের সমর্থক এক পরিবার। সেই পরিবারের বাচ্চা মেয়েটি তার বাবাকে বলছে, ‘‘দেখবে আজ বিরাট কোহলিই ম্যাচ জেতাবে।’’ তখন মেয়েটির বাবা বলে উঠলেন, ‘‘বিরাট কোহলি আগে ভারতের হয়ে খেলত না?’’ এই কথা শুনে পরিবারের বাচ্চারা অবাক দৃষ্টিতে চেয়ে বলল, ‘‘কোন ভারত?’’ এই শুনে ব্যঙ্গের হাসি হেসে উঠলেন ওই ব্যক্তি।

সম্প্রতি এ রকমই একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে। আজ, শুক্রবার পাকিস্তানের ডিফেন্স দিবস। সেই উপলক্ষ্যেই ছড়ানো হয়েছে এই ভিডিওটি। এই ভিডিও গতকাল নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়াত। তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘শ্রীনগরে পাকিস্তানের ক্রিকেট দল। বিরাট কোহলি খেলছে পাকিস্তানের হয়ে। এটা বিভ্রম ছাড়া আর কিছু না।

ওই ভিডিও শেষে দেখা যাচ্ছে, ভারত ও পাকিস্তানের ম্যাপ। ভারতের ম্যাপ গেরুয়া ও পাকিস্তানের ম্যাপ সবুজ দিয়ে চিহ্নিত করা হয়েছে। তার পর আস্তে আস্তে ভারতের ম্যাপের গেরুয়া অংশ ঢেকে গেল সবুজে।

এই ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক। এই ধরনের ভিডিও নিয়ে একদিকে তরজায় মেতেছেন দুই দেশের ভক্তরা। পাশাপাশি পাকিস্তানের হয়ে বিরাট কোহলি খেলছেন, তা দেখে হেসে লুটোপুটি খেয়েছেন বিরাট ভক্তরা।

পিবিএ/সজ

আরও পড়ুন...