পিবিএ ডেস্ক: মিকি আর্থারের বিদায়ের পর এখন পর্যন্ত নতুন কোচ দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেজন্য আপাতকালীন কোচ তথা ‘ক্যাম্প কমান্ড্যান্ট’ হিসেবে দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে দায়িত্ব দিয়েছে পিসিবি।
পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং হিসেবে গড়ে তোলার জন্য ১৭ দিনের প্রাক-মৌসুম ক্যাম্পের আয়োজনের করা হয়েছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১৪ জন এবং চুক্তির বাইরে আরও ৬ জন ক্রিকেটারকে ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই প্রস্তুতি শুরু হবে ১৯ আগস্ট, লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। দুই দিনের ফিটনেস পরীক্ষার পর ২২ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পযর্ন্ত ১৭ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।
মিসবাহকে ‘ক্যাম্প কমান্ড্যান্ট’ এর দায়িত্ব দেওয়া প্রসঙ্গে পিসিবি’র আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক জাকির খান বলেন, ‘মিসবাহ পাকিস্তানের একজন সফল অধিনায়ক, এই সময়ের ক্রিকেটকে ভালভাবে বুঝেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পিসিবি চায় পাকিস্তান ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের সেরা ম্যাচ খেলুক।’
পিবিএ/ইকে