পাকিস্তানের ৫ সেনাকে হত্যার দাবি ভারতের

পিবিএ ডেস্ক: কাশ্মীর সীমান্তে পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই সেনাসহ তিন জন নিহত হওয়ার পাল্টা জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, এ হামলায় অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার কাশ্মীরের কুপওয়ারা সীমান্তের ঠিক বিপরীত পাশে নীলম উপত্যকায় ভারতীয় সেনাদের কামানোর গোলায় পাকিস্তানি সন্ত্রাসীদের চারটি ঘাঁটি ধ্বংস হয়েছে। এ সময় অন্তত পাঁচ পাকিস্তানি সেনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

এর আগে, রবিবার সকালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। এতে তাদের দুই সেনাসহ এক বেসামরিক নাগরিক নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে জানা যায়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...