পিবিএ ডেস্ক: পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভবন ধসে শিশু এবং নারীসহ অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিভিন্ন শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা এবং ভবন ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশে মৃত্যু হয়েছে ১০ জনের। অন্যদিকে, দির শহরে ভূমি ও ভবন ধসের ঘটনায় দুই শিশু ও এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
আরও বলা হয়েছে, লায়াহ ভ্যালিতে ধসের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। সেইসঙ্গে এ ঘটনায় আরও দুইজন আহত হন। অন্যদিকে, পাঞ্জাবের মুলতান শহরের একটি ভবনের ছাদ ধসে তিন শিশুসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। একই রকম ঘটনায় ফারুকাবাতে এক দম্পতি নিহত এবং কাহুতায় এক শিশু নিহত ও তিনজন আহত হন।
উদ্ধারকারীরা লাসবেলার প্লাবিত অংশ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মূলত পাঞ্জাব, বেলুচিস্তান, খাইবার-পাখতুনখোয়া ও গিলগিট-বালিতিস্তান প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাত দেখা গেছে।
পিবিএ/জেআই