পিবিএ,ডেস্ক: ঢাকা: দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর বোন ফরিয়াল তালপুরকে গ্রেফতার করেছে দেশটির শীর্ষস্থানীয় দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি। একই মামলায় জারদারিকে আটকের কয়েকদিন পর শনিবার ইসলামাবাদের বাসা থেকে তালপুরকে আটক করা হয়। এনডিটিভি। এর আগে সোমবার ফরিয়াল তালপুরের ভাই ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি জারদারিকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি।
জারদারি ও তালপুরের বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থপাচার করার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাদের আগাম জামিন বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট। জামিন বাতিল হওয়ার কয়েক ঘণ্টা পর ইসলামাবাদের বাসা থেকে জারদারি গ্রেফতার হন।
পরে জারদারিকে ১১ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
পিবিএ/বাখ