পিবিএ ডেস্ক: পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করার জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত।সংবাদসংস্থা পিটিআইকে সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে সেনাপ্রধান জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসেবে পাকিস্তানকে আরও শিক্ষা দিতে চায় ভারত। আর সেটা বালাকোটের মতোও হতে পারে।
বিপিন রাওয়াত বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি সেনবাহিনী। প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা।’
বালাকোটের মতো যুদ্ধবিমান পাঠিয়েও হামলায় যেতে ভারতীয় সেনাবহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান সেনাপ্রধান।
সম্প্রতি ভারতের কেনা ১১ হাজার কোটি রুপির অস্ত্রের মধ্যে প্রায় ৯০ ভাগ অস্ত্র ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছেছে বলেও জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
পিবিএ/ইকে