পাকিস্তানে যেতে নারাজ জাতীয় নারি ক্রিকেট দলের ভারতীয় দুই কোচ

পিবিএ,ঢাকা: সম্প্রতি জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে রেষারেষি রয়েছে। যার ফলে কোনো দেশের নাগরিকই এখন সহজে অপর দেশে যেতে চাইছেন না। এমনকি একারণে পাকিস্তানে সফরে যেতে নারাজ জাতীয় নারি ক্রিকেট দলের দুই ভারতীয় কোচ আঞ্জু জৈন ও দেবিকা পালশিকার। জাতীয় দলের সঙ্গে ভারত সফরের বদলে তারা ইমার্জিং অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাওয়া ইমার্জিং অনুর্ধ্ব-২৩ এশিয়া কাপে যাবেন।

এ সম্পর্কে বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানান, ‘পাকিস্তানে খেলা হওয়ার কারণেই যেতে চাচ্ছেন না তারা।’ এদিকে এ সিরিজে সালমাদের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বিসিবির কোচ দীপু রায় চৌধুরী। তার সঙ্গে যাচ্ছেন ট্রেনার আনোয়ার হোসেন মনি আর এমদাদুল হক।

আগামী ২৩ শে অক্টোবর পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশ ছাড়বেন টাইগ্রিসরা। সেখানে দুইটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন তারা। অপরদিকে ১৯শে অক্টোবর শ্রীলঙ্কার ফ্লাইট ধরবে অনুর্ধ্ব-২৩ দল। সেখানে ২০-২৮ তারিখ পর্যন্ত এশিয়া কাপে অংশ নিয়ে দেশে ফিরবেন তাঁরা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...