পিবিএ ডেস্ক: পাকিস্তানে রেল লাইনে বিস্ফোরণের জেরে মারা গেলেন চারজন। এদের মধ্যে এক নারী ও তার কন্যাসন্তান রয়েছেন। আহত হয়েছেন ৬ জন। ঘটনার পিছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাওয়ার পথে বিস্ফোরণের শিকার হল জাফর এক্সপ্রেস। রেল লাইনে পাতা বিস্ফোরক ফেটে তিন জন ট্রেনযাত্রী নিহত হয়েছেন এবং ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিন সকালে দেরা বালুচিস্তানের মুরাদ জামালি স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে রেল লাইনের বেশ কিছু অংশ উড়ে যায়। লাইন থেকে ছিটকে উল্টে যায় ট্রেনের কামরাগুলি। বিস্ফোরণে ট্রেনটির ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় ট্রেনে থাকা ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। ৬ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের দাবি, পরিকল্পনা করে আগে থেকেই লাইনে বিস্ফোরক পেতে রাখে সন্ত্রাসবাদীরা। তবে ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার করেনি। ঠিক কী উদ্দেশে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/জেআই