পিবিএ ডেস্ক: জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রতিক্রিয়া স্বরূপ ভারতের সঙ্গে সব রাজনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিল পাকিস্তান। তাতে ভারতের যে খুব একটা ক্ষতি হবে না, তা বোঝাই গিয়েছিল। তবে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে পাকিস্তানের ইমরান সরকার।
দেশের অর্থনীতির এমনিতেই বেহাল দশা। আবার ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগ। দেশের বাজেটে ঘাটতি কমাতে অদ্ভুত পদক্ষেপ নিল পাকিস্তান সরকার। সরকারের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা আছে, কোনও সরকারি বৈঠকে এবার থেকে আর চা–বিস্কুট দেওয়া হবে না।
সরকারের এই সিদ্ধান্তের পর মধুমেহ রোগীরা পড়েছেন ভারি মুশকিলে। দীর্ঘক্ষণ কিছু না খেয়ে থাকা তাঁদের শরীরের পক্ষে একেবারেই ভাল নয়।
শুধু তাই নয়, নতুন গাড়ি কিংবা বিলাসবহুল পণ্য ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সরকারি প্রতিষ্ঠানগুলিতে এবার থেকে শুধু একটিমাত্র সংবাদপত্রই রাখা হবে। পাশাপাশি এইসব নির্দেশিকা ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে কিনা এবং সব হিসাব নিকেশ রাখার জন্য অফিসারও নিয়োগ করা হবে। টেলিফোন, বিদ্যুৎ, গ্যাসের ব্যবহার কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি আধিকারির ও মন্ত্রীদের।
পিবিএ/ইকে