পিবিএ ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর চাহিদা পূরণ করতে বাড়তি বাজেট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পাক সরকার এজন্য ৮০০ কোটি রুপির সম্পূরক বাজেট বরাদ্দ দিয়েছে। ভারতের সঙ্গে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন পাকিস্তান সরকার প্রধানত বিমান বাহিনীর জন্য এই বিশেষ বরাদ্দ দিল।
পাক মন্ত্রিসভার অর্থনৈতিক সমন্বয় কমিটি বা ইসিসি পাকিস্তান বিমান বাহিনীর পাশাপাশি পশ্চিম সীমান্ত ব্যবস্থাপনার জন্য বাড়তি বাজেট অনুমোদন করে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
বাড়তি বাজেটের প্রায় অর্ধেক পাবে পাক বিমান বাহিনী। বাকি অর্থের বেশিরভাগ পাবে যাবে পাকিস্তান রেঞ্জার্স ও সিভিল আর্মড ফোর্সেস খাতে।
ইসিসি চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আসাদ উমর পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিরক্ষা খাতের প্রয়োজনগুলো খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরকারকে জানাতে বলেছেন যাতে সশস্ত্র বাহিনীর চাহিদা মেটাতে অর্থ বরাদ্দ দেয়া যায়। এছাড়া, পাক প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে ইসিসি-কে একটি কমিটি করারও নির্দেশনা দিয়েছেন।
পিবিএ/ জেডআই