‘পাকিস্তান মুর্দাবাদ’ বললেই দশ টাকা ছাড়!

পিবিএ ডেস্ক: ওড়িশা সীমান্তের কাছেই ছত্তীসগঢ়ের বাস্তার জেলার জগদলপুর। সেখানের এক মাংসের দোকানে গত কয়েক দিন ধরে মিলছে অবাক অফার। দোকানের সামনে গিয়ে এক বার চিৎকার করে বলতে হবে ‘পাকিস্তান মুর্দাবাদ’। তা হলেই চিকেনের প্রতিটি লেগ পিসে মিলবে দশ টাকা করে ছাড়। পুলওয়ামা কাণ্ডের পর থেকেই শুরু হয়েছে এই অফার দেওয়া, সংবাদ সংস্থাকে এমনটা জানালেন দোকানি নিজেই। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

কাশ্মীরের পুলওয়ামাতে জইশ জঙ্গিদের ভয়াবহ নাশকতায় ৪০ জন সেনা জওয়ানের মৃত্যুর পরই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন জগদলপুরের মোরাদাবাদ এলাকার এক তস্য গলির ভিতরের দোকানি অঞ্জল সিংহ। তাঁর কথায়, ‘‘পাকিস্তান অমানবিক কাজ করেছে। তাই সবাই খুব হৃদয় দিয়েই ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলে চিৎকার করছে।

রাস্তার পাশের ছোট দোকানে একটি উনুনের ওপর দু’চার রকমের কাবাব বানান অঞ্জল। হাত ফাঁকা থাকলে নিজেই চিৎকার করে এই অফারের কথা ক্রেতাদের জানাচ্ছে সে। আর ব্যস্ত থাকলে খদ্দেরদের জানানোর জন্য একটি পোস্টার ছাপিয়ে দোকানের সামনে রেখেছে সে। সেখানেও লেখা আছে, ‘ ‘পাকিস্তান মুর্দাবাদ’ বললেই চিকেনের প্রতিটি লেগ-পিসে মিলবে দশ টাকা ছাড়।’
পিবিএ/বাখ

আরও পড়ুন...