পাকিস্তান সফরের আগে নিরাপত্তা দল যাবে :

পিবিএ,ঢাকা: আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। এই সফরে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ঠিক থাকলেও চিন্তাচিন্তার কারণ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা।

আজ শনিবার ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন;
“নিরাপত্তার বিষয়টা আমরা দেখতেছি। এখানে তো আমাদের কিছু করার নাই। আমরা আমাদের যেটা ভালো হবে সেটাই করবো। ওরা আসলে কি করছে না করছে সেটা আমাদের দেখারই দরকার নাই মনে করি। এটা আমাদের জন্য লাভের বিষয় না, আমরা আমাদের যেটা ভালো সেটা করবো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমাদের মাননীয় বোর্ড সভাপতি কিন্তু নিউজিল্যান্ডের ঘটনার পর একটা কথাই বার বার বলে আসছেন, নিরাপত্তা আমাদের সবার আগের বিবেচ্য বিষয়। সুতরাং আমরা কিন্তু এটাকে বেশ গুরুত্ব দিব।”

সরকারের সংস্থা থেকে নিরাপত্তা দল যাবে পাকিস্তানে, উনাদের রিপোর্টের উপর আমরা কাজটা করবো। আমাদের মূল দলের সফরের ক্ষেত্রে কিন্তু সরকারের অনুমতিও লাগবে। সে জিনিসটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই আমরা এটা নিয়ে কাজ করবো।

পিবিএ/ইকে

আরও পড়ুন...