পাকিস্তান সফরে যেতে চান না কোচিং স্টাফসহ বেশিরভাগ ক্রিকেটার : পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিফ্রিং করছেন। ফাইল ফটো

পিবিএ, ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পাকিস্তান সফর নিয়ে এখনো আলোচনা চলছে। তবে কোচিং স্টাফ অনেকেই যেতে চান না। ক্রিকেটাররাও অনেকে যেতে চাচ্ছেন না। যারা যেতে চান, খুব কম সময়ের জন্য যেতে চান। তাই আপাতত টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। তবে ক্রিকেটার ও গভর্মেন্ট ক্লিয়ারেন্স পেলেই সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় না। বিসিবি চেষ্টা করবে পাঠাতে। তবে ক্রিকেটাররা না যেতে চাইলে বোর্ড ফোর্স করবে না।’

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

পাকিস্তান সফরে যেতে চান না কোচিং স্টাফসহ বেশিরভাগ ক্রিকেটার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগাম (এফটিপি) অনুযায়ী নতুন বছরের শুরুর দিকে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের। সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা উল্লেখ রয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ছোট ফরম্যাটের ক্রিকেটে অংশ নিলেও সাদা পোশাকে কোনও ম্যাচ খেলতে আগ্রহ নেই তাদের। এরপর পাকিস্তানের কাছ থেকে টেস্ট না খেলার কারণ জানতে চাওয়া হয়। জবাবে নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভিন্ন কোনও ভেন্যুতে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে।

২০০৯ সালে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচে সন্ত্রাসী হামলার পর দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে নিষিদ্ধ করে আইসিসি। রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবার পাশাপাশি মাঠে খেলা ফেরাতে ব্যাপক চেষ্টা করা হয় পিসিবির পক্ষ থেকে

এদিন নাজমুল হাসান পাপন বলেন, ‘পাকিস্তান সফর নিয়ে এখনো আলোচনা চলছে। তবে কোচিং স্টাফ অনেকেই যেতে চান না। ক্রিকেটাররাও অনেকে যেতে চাচ্ছেন না। যারা যেতে চান, খুব কম সময়ের জন্য যেতে চান। তাই আপাতত টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। তবে ক্রিকেটার ও সরকারী ছাড়পত্র পেলেই সফরে যাবে বাংলাদেশ।

নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে বেশি দিন থাকতে চাইছে না বাংলাদেশ। এমন খবর শুনে পিসিবির চেয়ারম্যান এহসান মানি, পাকিস্তান কোচ মিসবাহ উল হক এবং টেস্ট দলের অধিনায়ক আজহার আলী চটেছেন টাইগারদের ওপর।

এ প্রসঙ্গ টেনে বিসিবি প্রধান বলেন, বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় না। বিসিবি চেষ্টা করবে পাঠাতে। তবে ক্রিকেটাররা না যেতে চাইলে বোর্ড জোর করবে না।’

পিবিএ/জেডআই

আরও পড়ুন...