পাকিস্তান সফর শেষে ভারত গেলেন মোহাম্মদ বিন সালমান

salman-modi-PBA

পিবিএ ডেস্ক: দু’দিনের পাকিস্তান সফর শেষে ভারত গেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

৩০ ঘণ্টার এ সফরে বুধবার (২০ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক আলোচনা গুরুত্ব পাবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ক্রাউন প্রিন্স হিসেবে প্রথম পাকিস্তান এসে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ২ হাজার কোটি ডলার মূল্যের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন মোহাম্মদ। সোমবার রাতে দুই দেশের পক্ষ থেকে দেয়া একটি যৌথ বিবৃতিও দেয়া হয়। এতে ক্রাউন প্রিন্স ও সৌদি মন্ত্রীরা ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদারতা ও চেষ্টার প্রশংসা করেন।

বিবৃতিতে আলোচনা ছাড়া ‘অন্য কোনো পথে শান্তি স্থাপিত হবে না’ বলেও মন্তব্য করা হয়। সন্ত্রাসবাদ বিষয়ে জাতিসংঘের তালিকা নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয় বিবৃতিতে সে বিষয়েও জোর দেয়া হয়। এর মাধ্যমে জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় পাকিস্তানভিত্তিক সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের নাম যুক্ত করতে ভারতের চাপের বিষয়কে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা এনডিটিভি।

বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সেসের (সিআরপিএফ) ওপর গাড়িবোমা হামলায় ৪৪ জওয়ান নিহতের ঘটনায় জয়েশ-ই-মোহাম্মদ দায় স্বীকার করেছিল। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসী’ এ গোষ্ঠীকে মদদ দিচ্ছে অভিযোগ করে নয়াদিল্লি চলতি সপ্তাহের শুরুতেই পাকিস্তানকে ‘পুরোপুরি একঘরে’ করে দেয়ারও হুমকি দিয়েছে। এ নিয়ে উত্তেজনার মধ্যেই দক্ষিণ এশিয়ার এ দেশ দুটি সফর করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...