পাকুন্দিয়ায় বন্ধুকে হত্যার দায়ে বন্ধুর মৃত্যুদণ্ড

ফাইল ছবি।

পিবিএ, পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় বন্ধুকে হত্যার দায়ে রাজিব ওরফে বুলবুল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজিব উপজেলার চরটেকি কোনাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, চরটেকি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে সুমন ও রাজিব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুইজনই চুরি করতেন। চুরি করা টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ২০১৫ সালের ৬ জুলাই রাতে রাজিব তার বন্ধু সুমনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে চরটেকি ঈদগাহ মাঠে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে।

রাতেই তার লাশ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তারকান্দি বাজারের কাছে একটি বাথরুমের ট্যাংকিতে ফেলে রাখে। দুইদিন পর সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাজিবকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

এ ব্যাপারে একই বছরের ১২ জুলাই রাজিবকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন নিহত সুমনের মা শিউলি আক্তার। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় দেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...