পাকুন্দিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া
পাকুন্দিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

পিবিএ, কিশোরগঞ্জ: ‘সুস্থ দেহে সুন্দর মন, খেলাধুলার আছে প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

এতে প্রধান অতিথি শুভ উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র মো.আক্তারুজ্জামান খোকন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াছমিন।

এছাড়াও উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী শাহজাহান, সাবেক পৌরকাউন্সিলর তরিকুল ইসলাম আসাদ, নজরুল ইসলাম আকন্দ, পৌরযুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান ও আওয়ামীলীগ নেতা নূরুজ্জামান বাবু প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফছর উদ্দিন আহম্মেদ মানিক।

পিবিএ/আর/জেডআই

আরও পড়ুন...