পাকুন্দিয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খরিপ-১/২০১৯-২০২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো.আক্তারুজ্জামান খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছা.শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন ও উপজেলা আ.লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি কর্মকর্তা-কর্মচারী, কৃষাণ-কৃষাণিসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার একটি পৌরসভাসহ নয়টি ইউনিয়নের এক হাজার ১৪০জন কৃষক-কৃষাণির মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেককে পাঁচ কেজি বীজ, ১৫কেজি ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...