পাকুন্দিয়ায় মুজিবনগর দিবসে আলোচনা সভা

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর দিবসে আলোচনা সভা

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ মো.জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফছর উদ্দিন আহম্মদ মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মুজিবুর রহমান, সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন ও উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাড.মো.আবদুল আউয়াল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আ¤্রকাননে (মুজিবনগর) সরকার গঠনই ছিলো স্বাধীনতার মূল চাবিকাঠি। ওই সরকার গঠন না হলে, স্বাধীনতা সংগ্রামকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করা হতো। মুজিবনগরে সরকার গঠনের মধ্য দিয়ে দেশকে ১১সেক্টরে বিভক্ত করে নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ বিশে^ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করে।

এসময় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুজিবনগর দিবস কেন গুরুত্বপূর্ণ, কেন গঠন করা হয়েছিল সে সম্পর্কে বিশদ আলোচনা করেন। নতুন প্রজন্মের প্রতি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বানও জানান বক্তারা

পিবিএ/আরপি/আরআই

আরও পড়ুন...