পাক-ভারত সমকামী দম্পতির ছবি ভাইরাল

অঞ্জলি চক্র (বামে), সুন্দাস মালিক (ডানে)। ছবি: সংগৃহীত।

পিবিএ ডেস্ক: সোশাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে ভারত ও পাকিস্তানের এক সমকামী দম্পতির ছবি।। ওই সমকামী যুগলের ফটোশ্যুটের ছবিগুলি অনলাইনে প্রকাশ হওয়ার পরই ঝড় ওঠে। সোমবার ওই ছবিগুলি ট্যুইটারে শেয়ার করেন তাঁদের ফটোগ্রাফার সারোয়ার আহমেদ। তিনি ক্যাপশনে লিখেন, ‘আ নিউইয়র্ক লাভ স্টোরি’। আর শেয়ারের পরেই ভাইরাল হয়ে যায় তাদের ছবি।

একটি ছবিতে দেখা যায় ভারতের অঞ্জলি চক্র এবং পাকিস্তানের সুন্দাস মালিক বৃষ্টির মধ্যে এক ছাতার তলায় দুজনে ভালবাসার আশ্রয় নিয়েছেন। আশ্চর্যজনকভাবে দেখা গেল ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশকেও এক ছাতার তলায় নিয়ে এল সমকামীতা।
ট্রাডিশনাল পোশাক ও মানানসই গয়নায় ওই সমকামী দম্পতিকে একে অপরকে অন্তরঙ্গ হতে ও হাসি মজায় মেতে উঠতে দেখা গেছে ছবিতে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ধর্ম ও লিঙ্গ ভেদের উপরে ওঠে এই ভালবাসার গল্পকে পছন্দ করেছেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...