পাক সংশ্লিষ্টতার প্রমাণ চায় ইসলামাবাদ

pulwama

পিবিএ ডেস্ক : ভারতে বিভিন্ন জঙ্গি হামলার পর বরাবর যা বলে এসেছে পাকিস্তান, পুলওয়ামা হামলার পরে সে কথাই বলছে তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মামুদ কুরেশি আজ এক টুইট করেছেন। সেই টুইট বার্তায় তার বক্তব্য, ‘পুলওয়ামা কাণ্ডে পাক ইন্ধন সংক্রান্ত কোনও তথ্য-প্রমাণ ভাগ করে নিলে তদন্তে পূর্ণ সহায়তা করা হবে। কিন্তু তা না করে পাকিস্তানকে একতরফা দুষে বা চোখ রাঙিয়ে কোনও লাভ হবে না। গোটা বিশ্বও তা মানবে না।’ এর প্রেক্ষিতে সাউথ ব্লকের বক্তব্য, যতবারই জঙ্গি হামলায় পাক সংশ্লিষ্টতার তথ্য বা নথি দেওয়া হয়েছে, তা আমলে নেয়নি পাকিস্তান। পদক্ষেপ নেয়নি সেসবের ভিত্তিতে। এবারেও সে পথে হেঁটে কাজ হবে বলে মনে করা যাচ্ছে না।

কুরেশির সুরে পাক তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও একটি ভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যেকোনও বিষয়ে পাকিস্তানের উপর দোষ চাপানো ঠিক নয়। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাটাই আমাদের লক্ষ্য।’ মাসুদ আজহারকে নিয়ে মুখ খোলেননি তিনি। জইশ-ই-মোহাম্মদ সম্পর্কে আওড়ছেন পুরনো কাটা রেকর্ড, ‘জইশ তো নিষিদ্ধ সংগঠন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যা করার করা হবে।’ তবে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে নয়াদিল্লি মনে করছে, এসব নেহাতই কথার কথা। তিন বছর আগে পাঠানকোটের সেনা ছাউনিতে হামলার পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রকাশ্যেই জইশ নেতা মাসুদ আজহারকে গ্রেফতার করার কথা বলেছিলেন। বাস্তবে আইএসআইয়ের নিরাপদ আশ্রয়ে কিছুদিন গৃহবন্দী রাখা ছাড়া আর কিছুই হয়নি। তারপর থেকে সে অবাধে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে। ভারতকে ‘ধ্বংস’ করার হুমকি দিয়ে চলেছেন প্রকাশ্য সভায়।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ব্যক্তিগত সখ্যও গোপন কোনও বিষয় নয়। ভোটে খোলাখুলিভাবে ইমরানের দল পিটিআই-এর হয়ে প্রচার করেছিল মাসুদ। তাই পুলওয়ামা কাণ্ডের পর পরিস্থিতি নিজে থেকে বদলে যাবে, এমনটা আশা করছে না সাউথ ব্লক।

পাক পররাষ্ট্রমন্ত্রী অবশ্য আজ জইশের নামও নেননি। লিখেছেন, ‘পাকিস্তানের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া সোজা। কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না। আমরা জানি কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। গোটা বিশ্বে নিজেদের মতামত আমরাও তুলে ধরতে পারি। আমরা শান্তির বার্তাই দেব। সংঘাতের নয়।’

তীব্র আর্থিক সংকট সামলাতে ব্যস্ত ইমরান সরকার যে এই মূহূর্তে ভারতের সঙ্গে বড় রকমের সংঘাতে যেতে চায় না, এমন ইঙ্গিত রয়েছে কুরেশির টুইটে। তিনি লিখেছেন, ‘ভারতের কাছে তথ্য-প্রমাণ থাকলে ভাগ করে নেওয়া উচিত। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমরা সহযোগিতা করব। কারণ আমরা ঝামেলা চাই না।’

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...