পাক সেনা ছাউনি থেকে পুলওয়ামা হামলার পরিকল্পনাকারী আটক

pak

পিবিএ ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার জেরে ভারতসহ সারা বিশ্বের চাপ রয়েছে পাকিস্তানের ওপর। তাই দায়ে পড়েই সন্ত্রাসবিরোধী ভাবমূর্তি গঠনের চেষ্টায় পুলওয়ামাকাণ্ডের মূলচক্রীসহ ৪৩ জনকে গ্রেফতার করল পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের সুনজুয়ান সেনা ছাউনিতে ছিলেন পুলওয়ামাকাণ্ডের মাস্টার মাইন্ড মুফতি আবদুর রউফ। তাকে গ্রেফতার করেছে পাকিস্তান।

জানা গিয়েছে, মুফতি আবদুর রউফ জইশ প্রধান মাসুদ আজহারের ভাই। এছাড়াও আরও ৪৩ সক্রিয় জইশ সদস্যকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুধু ভারতই নয়, গোটা বিশ্ব এখন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগ তুলছে। গতকাল সোমবার ইরান পর্যন্ত হুমকি দিয়েছে পাকিস্তানে সন্ত্রাসবাদী দমনে সক্রিয় ভূমিকা নিতে চেয়ে। তাই চাপে পড়েই পাকিস্তানকে এই পদক্ষেপ নিতে হচ্ছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের।

পিবিএ/জিজি

আরও পড়ুন...