পাগলায় আনন্দ পরিবহনের চাপায় রিক্সা চালক নিহত

accident-500 PBA

পিবিএ,নারায়নগঞ্জ: নারায়নগঞ্জ ফতুল্লার পাগলায় ঢাকাগামী আনন্দ পরিবহনের (ঢাকা মেট্টো -১১-৪০৬২) চাপায় কামাল (৩৫) নামে এক অটো রিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পাগলা নৌ বাহিনীর ক্যাম্পের সামনে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে এর চালক রবিউল আউয়ালকে গণধোলই দিয়ে পুলিশে সোর্পদ করে।

নিহত কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। সে ফতুল্লার আলীগঞ্জ কাজিপাড়া এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করে স্থানীয় মাসুদের অটো রিকশা ভাড়ায় চালায়।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান,লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/পিএম/হক

আরও পড়ুন...