পাঞ্জাবির দাম বেশি রাখায় উত্তরার আড়ং বন্ধ

আড়ং উত্তরা শাখা

পিবিএ,ঢাকা: একই পাঞ্জাবি ছয় দিন আগে ৭শ টাকা বিক্রি করলেও মাত্র ৬দিনের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ দামে বিক্রির অভিযোগে আড়ংয়ের উত্তরা শাখাকে সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ২৫ মে এক ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা। অধিদফতরে এমন অভিযোগ করেন এক ভোক্তা। এ পরিপ্রেক্ষিতে আজ উত্তরা আড়ংয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পায় অধিদফতর। আড়ং অভিনব কায়দায় বেশি দাম লিখে ভোক্তাদের ঠকাচ্ছে। মাত্র ছয়দিনে একটি পাঞ্জাবির দাম বেড়েছে ৬০০ টাকা। যার কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের শোরুমের কর্মকর্তারা। তাছাড়া পণ্যগুলোর ট্যাগে কী ধরনের কটন ব্যবহার করা হয়েছে, তারও উল্লেখ নেই।

তিনি জানান, আড়ং একটি ব্র্যান্ড। দেশি ভালো পণ্য বিক্রি করে বলে তাদের প্রতি ক্রেতাদের রয়েছে আস্থা ও সরল বিশ্বাস। এটি পুঁজি করে কৌশলে ক্রেতাদের ঠকাচ্ছে, যা ভোক্তা আইনপরিপন্থী। এ অপরাধে তাদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধিদফতরে ডাকা হয়েছে। তারা যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

অভিযোগকারী ক্রেতা মোহাম্মদ ইব্রাহিম বলেন, গত ২৫ মে আড়ংয়ের উত্তরা শাখা থেকে একটি পাঞ্জাবি ৭০০ টাকা দিয়ে কিনি। পরে ৩১ মে একই পাঞ্জাবি কিনতে এসে দেখি দাম ১৩০০ টাকা । পরে বেশি দামেই পাঞ্জাবীটি কিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করি। তারা আজ আমাকে সঙ্গে নিয়ে উত্তরা আড়ংয়ে অভিযান চালান।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা আড়ং শাখার হিসাবরক্ষক আনিসুর রহমান দাবী করেন, তাদের অভিযোগ সত্য নয়। দুই পাঞ্জাবিতে দুই ধরনের কাপড় ছিল, যদিও দুটোই দেখতে প্রায় একইরকম। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।

এদিকে, সোমবার আড়ংয়ের পাশাপাশি উত্তরায় আরও দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...