পাটকল শ্রমিকদের সড়ক-রেল পথ অবরোধ, রাস্তায় নামাজ-ইফতার

পিবিএ,খুলনা: খুলনাঞ্চলের সরকারী ৯পাটকলের শ্রমিকরা বকেয়া মজুরী ও বেতন-ভাতার দাবীতে তিনঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করেছে।মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্থ্যা সাতটা পযর্ন্ত খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর নতুন রাস্তার মোড়ে এ অবরোধ কর্মসূচী পালন করে। খুলনাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, ষ্টার, দৌলতপুর, খালিশপুরসহ ৯টি সরকারী পাটকলের শ্রমিকরা এদিন বিকেলে স্ব স্ব মিল থেকে থালা-বাসন নিয়ে মিছিল করে নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয়। তারা সন্ধ্যা সাতটা পযর্ন্ত অবরোধ কর্মসূছী পালন করে।

বকেয়া মজুরী ও বেতন-ভাতার দাবীতে
রাস্তায় নামাজ-ইফতার করলেন পাটকল শ্রমিকরা

এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় বিজেএমসি ও পাটমন্ত্রনালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রোগান দেয়। পরে তারা রাস্তায় নামাজ পড়ে এবং ইফতারী করে। শ্রমিকরা জানান, খুলনাঞ্চলের ৯টি পাটকলের প্রায় অর্ধলক্ষ শ্রমিকের ১২ থেকে ১৩সপ্তাহ মজুরী ও ভাতা থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে মানবেতর জীবন কাটাচ্ছে। শ্রমিকরা গত মার্চ ও এপ্রিল মাসে দুই দফায় বকেয়া পরিশোধের দাবীতে আন্দোলন করে। আন্দোলনের মুখে পাট মন্ত্রনালয় ও বিজেএমসি শ্রমিক নেতাদের সাথে ২৮এপ্রিলের মধ্যে বকেয়া মজুরী পরিশোধ ও মজুরী কমিশন বাস্তবায়নের সমঝোতা চুক্তি করে।

কিন্তু সে সময়সীমা পার হলেও সরকার এখনও শ্রমিকদের মজুরী বকেয়া পরিশোধ না করায় শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে আন্দোলনে নেমেছে পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী- বেতন পরিশোধ, জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসর প্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ, চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারীদের পূর্নবহাল, সকল মিলে সেটআপের অনুকুলে শ্রমিক-কর্মচারীদের শূণ্য পদের বিপরীতে নিয়োগ ও স্থায়ী সহ ৯ দফা দাবিতে শ্রমিকরা গত ৫ মে থেকে মিলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন করছে।

পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহবায়ক মো: মুরাদ হোসেন জানান, সরকার ও বিজেএমসি বার বার ওয়াদা করেও বকেয়া না দেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। দ্রুত বকেয়া মজুরী প্রদান করা না হলে রোজার মধ্যেও কটোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।দাবি আদায়ে ৭ ও ৮ মে রাজপথ-রেলপথ অবরোধ করবে শ্রমিকরা। এই দুইদিন আন্দোলনরত শ্রমিকরা রাজপথেই ইফতার করবেন।

একই সাথে ঢাকায় সিবিএ-ননসিবিএ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়েই শ্রমিকরা রাজপথে নেমেছে। তারা তো ভিক্ষা চায় না, ন্যায্য পাওনা চায়। তিনি বলেন, শ্রমিকদের দাবি মানা না হলে সিবিএ-নন সিবিএ’র বৈঠকে কঠোর কর্মসূচি দেয়া হবে।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমীন জানান, বিজেএমসির সঙ্গে বৈঠকের পর গত তিন সপ্তাহে মাত্র একটি মজুরি দিয়েছে। আগের বকেয়া মজুরি তো দেয়নি বরং চলতি দুই সপ্তাহের মজুরিও পাওয়া যায়নি। শ্রমিকদের একটি পরিবারেও সেহরী বা ইফতারের খাবার নেই। ক্ষুধার কষ্টে তারা রাজপথে নেমেছে।

পিবিএ/এসিস/আরআই

আরও পড়ুন...