পাটগ্রামে করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতার মৃত্যু

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ি,পাটগ্রাম বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম ইউনিয়ন শাখার সাবেক সভাপতি শামসুল আলম দুলাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ৩ জুলাই রাত ১১ টার দিকে পাটগ্রাম পৌর এলাকায় তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা পজেটিভ ছিলেন ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে পাটগ্রামে শোকের ছায়া পড়েছে। এ নিয়ে জেলায় দু’জনের মৃত্যু হল।

পিবিএ/মোস্তাফিজুর রহমান/এসডি

আরও পড়ুন...