পাটের সোনালী আঁশ সংগ্রহ করার পরে থাকে পাঠকাঠি। বিশ্বজুড়ে পাট ও পাটজাত দ্রব্য ব্যাপক সমাদৃত। আগে রান্নার জ্বালানি, ঘড়ের বেড়া হিসাবে ব্যবহৃত হতো পাঠকাঠি। কিন্তু এখন আর পাঠকাঠি হেলাফেলার দ্রব্য নয়, এটি বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় বিদেশে রপ্তানি হয় প্রতি বছর। মাঠে পাঠকাঠি সংগ্রহ করে রেখেছে কৃষকরা। আর সেই সাজানো পাঠকাঠির মধ্যে খেলা করছে শিশুরা। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা থেকে তোলা। মঙ্গলবার, ১৯ জুলাই। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...