পিবিএ ডেক্স: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিইটের (বিজেআরআই) রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা করেছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নয়টি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী, অডিটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ট্রাকচালক/ট্রাক্টরচালক/গাড়িচালক, ল্যাবরেটরি সহকারী, বিমার, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নকর্মী।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ ডিপ্লোমা, উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-ভাতা:
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bjri.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : ইত্তেফাক, ৩ সেপ্টেম্বর, ২০১৯।