পাঠাগার চেয়ে প্রধানমন্ত্রীকে এক যুবকের খোলা চিঠি

পিবিএ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠাগার চেয়ে খুলনা ডুমুরিয়ার আব্দুস সালাম শেখ নামে এক যুবক খোলা চিঠি লিখেছেন যা নিম্মে হুবহু পত্রস্থ করা হলো।

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশ মাতা,
এই দেশ ও দেশের জনগণের সার্বভৌম ও স্বাধীনতা রক্ষায় আপনার পরিবার ও আপনার প্রতিনিয়ত যে আত্মত্যাগ তা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় । আপনার পরিবার ও আপনার প্রতি রইল আমার স্বশ্রদ্ধ সালাম ও বিনয়।

বিশ্ব মানব সম্প্রদায়ের মানবতা ও বাঙ্গালী জাতিসত্বার আত্মসম্মান স্বতন্ত্রতা এবং ভারসাম্য রক্ষাত্বে ও বিশ্ব মানবতাকে আগামীর সু-পথ দেখাতে জাতিসংঘের উচিৎ প্রথিতযশা মানবতার বিশ্বজয়ী অমর নেতা, বাঙ্গালী জাতির পিতা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরনোত্তর সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মানে ভূষিত করা। নোবেল কমিটির উচিৎ হবে বাংলাদেশ ও বিশ্বশান্তির মৈত্রীর বিমূর্ত প্রতীক হিসাবে আপনাকে শান্তিতে নোভেল পুরষ্কারে ভূষিত করে আপনার অসামান্য মেধা ও শ্রমের যোগ্য প্রতিদান দিয়ে আপনার বিকশিত ব্যক্তিত্বকে মহাকালের যাত্রায় কালজয়ী করে রাখা।

আমার চোখে আপনি দেশ কাল ও পাত্র, সর্বোপরি সকল কিছুর উর্দ্ধে মহিয়সী একজন মানুষ ও বিশ্বজয়ী একজন সফল নেত্রী। আমি আপনার মঙ্গলময় জীবন কামনা করি।

ভবিষ্যৎ বর্তমান হয়েই অতীতে রূপ নেয়। রচিত হয় মহাকালের ইতিহাস।এভাবেই পৃথিবীর বয়স আজ আনুমানিক পাঁচশত কোটি বছর। এই পাঁচশত কোটি বছরের অমর ব্যাক্তিত্ব, ধর্ম, দর্শন, মানবতা,আদর্শ, মতবাদ, সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, আবিষ্কার এবং সৃষ্টির ক্রিয়া-প্রতিক্রিয়া, পরিবর্তন-বিবর্তন সর্বপরি পৃথিবীময় যে কৌতুহলী রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে, সেই মহাকালের অসীম সম্ভাবনাময় সীমাহীন জ্ঞানসম্পদের ভান্ডারকে বুকের মাঝে যে পরম মমতায় জায়গা করে দিয়েছে তার নাম হল ‘বই’। বিষয় ভিত্তিক একেকটি বইয়ের সমাবেশে যা পূর্ণ রূপ লাভ করেছে, তার নাম হল ‘লাইব্রেরী’। তাই লাইব্রেরীর সাধনা জ্ঞানে যদি কোন ব্যক্তির ব্যাক্তিত্ব গড়ে উঠে তবে সেই ব্যক্তিই মহাকালব্যাপী অর্জিত সীমাহীন জ্ঞান ভান্ডারের মালিক। সারকথা, নিজেকে সভ্য-আত্মমর্যাদাশীল ও আলোকিত মানুষ হিসাবে উপযুক্ত করে গড়ে তুলতে ‘লাইব্রেরীর’ কোন বিকল্প পৃথিবীতে আজও অন্বেষণ করে পাওয়া যাইনি। তাইতো ‘লাইব্রেরী’কে বলা যায় একটি বিমূর্ত গ্রহ।

আমার চোখে ব্যক্তি যখন সাহিত্য চর্চা করেন না, তখন সে নিজেকে ফাঁকি দেয়, আর একজন শিক্ষক যখন সাহিত্য চর্চা করেন না তখন সে জাতিকে ফাঁকি দেয়। বইয়ের আলোয় আলোকিত ব্যাক্তি হয় স্বজ্ঞান-স্বশিক্ষিত ও স্বতন্ত্র চিন্তার অধিকারী। যা একটি টেকসই ও উন্নত রাষ্ট্রের মূল ভিত হিসেবে বিবেচিত। সার্টিফিকেট গত শিক্ষা নয় বরং সুশিক্ষা বা সাহিত্য চর্চার অভাবে মানুষের ভিতর জন্ম হয় কুসংষ্কার। কুসংষ্কার থেকেই সমাজে জন্ম হয় জঙ্গীবাদ ও সামাজিক দায়-দায়িত্ব হীনতা, ন্যায়-নীতিহীন, মনুষ্যত্বহীন, পশুত্বপূর্ণ জীবন।

উলশ্রুতিতে একজন মানুষ হতে পারে নেশাগস্ত, মানুষিক বিকার গ্রস্থ, বিবেকহীন অন্তসার শূন্য-যা মানব সমাজে শান্তি ও সুন্দর প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সব থেকে বড় চ্যালেঞ্জ।

যা একজন সুস্থ চিন্তার মানুষ হিসাবে আমি কল্পনাও করি না। আমি আশা করি বাংলাদেশের প্রতিটা মানুষ স্বশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। কিন্তু ডুমুরিয়ার মত সুন্দর এবং জনবহুল থানায় একটিও পাবলিক লাইব্রেরী নাই। এ বিষয়টি ভাবতে খুবই কষ্ট হয়। সে জন্য আমি ডুমুরিয়া থানার শোভনা গ্রামে আমার গ্রামের বাড়ি (নিজ বাড়িতে) ২০০৩ সালে একটি ছোট লাইব্রেরী খুলেছিলাম, কিন্তু অর্থনৈতিক দৈন্যতার কারনে তিন-চার বছর পর লাইব্রেরীর কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারপরও আমি স্বপ্ন দেখি একটি সুন্দর লাইব্রেরী প্রতিষ্ঠা করার। বর্তমানে আমি ঢাকা শহরে ছোট একটি চাকুরী করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এমতাবস্থায় আমার এ মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সর্বশেষ আমার চিঠির মাধ্যমে আপনার উপর সর্বপ্রকার আস্থা রাখছি। আর সেই আশায় মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট আমি আমার খুলনা জেলার ডুমুরিয়া থানায় একটি পূর্ণাঙ্গ লাইব্রেরী প্রতিষ্ঠা করবার আবেদন করছি। কিন্তু কোন রকম শর্ত ছাড়া যদি আমার থানায় লাইব্রেরী তৈরী করা সম্ভব না হয় তবে আমার ছোট একটি শর্তের প্রস্তাব ভেবে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একান্ত আর্জি এই যে, আপনি আমার মত একজন নগন্য নাগরিকের প্রস্তাবে সাড়া দিয়ে যদি শত শত অন্ধকার জীবনে আলো জ্বালাবার সু-ব্যবস্থায় মর্জি হন তবে আপনার প্রয়োজনে আমি আমার এই সামান্য ক্ষুদ্র জীবন দান করব। অর্থাৎ আপনার দেহের প্রয়োজনে ( যদি কখনও প্রয়োজন হয়) তবে আমি আমার দেহের সব রকম সক্রিয় অঙ্গ-প্রত্যঙ্গ স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে দান করতে বাধ্য থাকব।

অতএব, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চিঠিতে উল্লেখ্য বিষয়টি গভীরভাবে ভেবে দেখার বিনীত অনুরোধ রইল।

ইতি,
আব্দুস সালাম শেখ

ঠিকানাঃ-
নাম- আব্দুস সালাম শেখ।
পিতা- মোঃ আলী বক্স শেখ।
গ্রাম+ডাকঘর- শোভনা।
থানা- ডুমুরিয়া।
জেলা- খুলনা।
মোবাঃ ০১৯১২০২০৪৬৭

 

পিবিএ/জেআই

আরও পড়ুন...