পাথরঘাটায় গাঁজাসহ মাদক কারবারি আটক

পিবিএ,বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় এক কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মোঃ মোছলেম (৪৩) কে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দুইটার দিকে পাথরঘাটা উপজেলার ছোটপাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ভাড়া বাসা ও ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি করে এক কেজি ৩শ গ্রাম গাঁজা ও নগদ ৭৬ হাজার ৮শ টাকা এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ মোঃ মোছলেম (৪৩)-কে আটক করা হয়।

মোঃ মোছলেম উপজেলার পাথরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘুটাবাছা গ্রামের নীল গাজীর ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ শাকিব মেহবুব জানান, পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের উপস্থিতিতে মোসলেমকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ আটককৃত মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন...