পানছড়িতে পাহাড়বাসী ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরা

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয়ে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে ঘুরছে এ পাহাড় থেকে ও পাহাড়ে। সদরের অলিতে গলিতে ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে পোষ্টারে। তবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পানছড়িতে আওয়ামীলীগসহ আঞ্চলিক দলের প্রার্থী থাকায় ভোটের সমীকরণে রয়েছে নানা হিসাব-নিকাশ।

প্রতিদ্বন্দ্বীতা মাঠে যে প্রার্থী ভোটারদের মন জয় করতে পারবে সে প্রার্থীরাই জয়ের অভিষ্ট লক্ষে পৌছতে পারবে অভিমত স্থানীয় অভিজ্ঞ মহলের। প্রচারনায় প্রত্যন্ত এলাকাকে প্রধান্য দিয়ে দূর্গম এলাকাকে র্টাগেট রেখে ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে- পানছড়ি উপজেলা। কারণ জাতীয় রাজনৈতিক দল আওয়ামীলীগের পাশাপাশি আঞ্চলিক দলের প্রার্থীরাও স্বতন্ত্র পদে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন। ফলে জয়ের র্টাগেটকে কাজে লাগাতে উপজাতীয় ভোটরদের ধারে ধারে ভোট ভিক্ষায় ব্যস্ত সময় অতিবাহিত করছে প্রার্থীসহ কর্মী-সমর্থকরা। চেয়ারম্যানের পদ পেতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরাও নেমেছে আট-ঘাঠ বেঁধে। এ যেন জয়-পরাজয়ের প্রাণপন খেলা।

ইতি মধ্যে ভোটারদের মধ্যেও নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে। ভোটারা যোগ্য, শিক্ষিত, তরুণ ও মেধা সম্পন্ন ব্যক্তি চেয়ারম্যান জয়যুক্ত করা গেলে উন্নয়ন তরান্বিত হবে বলে চায়ের দোকানে দোকানে চলছে গুঞ্জন।

এ উপজেলায় আওয়ামীলীগের নৌকা প্রতিকে নির্বাচনে মাঠে লড়বেন, পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব। এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র রয়েছেন- মিটন চাকমা (আনারস), শান্তি জীবন চাকমা (কাপ-পিরিস)।

ভাইস চেয়ারম্যান পদে-মো: শাহাজাহান কবির সাজু (উড়ো জাহাজ), চন্দ্র দেব চাকমা (তালা), জনেশ আয়ন চাকমা (মুকুল) (চশমা), প্রশান্ত চাকমা(টিউবওয়েল), মুনিন্দ্র লাল ত্রিপুরা (টিয়া পাখি), হারুনুর রশিদ (মাইক) নিয়ে জয়ের লক্ষে কাজ করছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মনিতা ত্রিপুরা (ফুটবল), মিলন বিবি (কলস), রত্মা তঞ্চগ্যা (হাঁস)। পানছড়িতে এবার মোট ভোটার সংখ্যা ৪৮,৪৮৩ জন। আগামী ১৮ মার্চ সারাদেশের মত খাগড়াছড়ির ৮উপজেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পিবিএ/এএম/এইচএইচ

আরও পড়ুন...