পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার-পানছড়ি আন্ত: প্রধান সড়কের দেওয়ান পাড়া এলাকায় চাঁদা আদায়কারীকে আটক করেছে বিজিবি। খাগড়াছড়ি সদর মডেল থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার(২৭শে আগস্ট) বিকেলে পানছড়ি ৩বিজিবি থেকে ৩১জন সদস্য শান্তি পরিবহনে অর্জিত ছুটি নিয়ে যাওয়ার পথে পানছড়ি থেকে খাগড়াছড়ি আন্ত: প্রধান সড়কের দেওয়ান পাড়ায় পৌছালে পার্বত্য চট্টগ্রাম গনতান্ত্রিক ইউপিডিএফ’র আঞ্চলিক সংগঠনের নামে দুইজন চাঁদাবাজ মটর সাইকেল যোগে পিছন থেকে দ্রুত গাড়ীর সামনে গিয়ে গাড়ি গতিরোধ করে। এর মধ্যে একজন গাড়িতে উঠে সিংনাল অমান্য করে গাড়ি চালনায় ড্রাইভারকে গাল মন্দ, কিল ঘুষি ও চাঁদার রশিদ না থাকলে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তাকে আটক করে বিজিবি সদস্যরা অপর সহযোগী গাড়ির পিছনে গুলি করে। আটকককৃত রোমান্ত চাকমা অনিয়ন পানছড়ি উপজেলার লতিবানছড়া(অরনিপাড়া) এলাকার বরগুনা গ্রামের ধনঞ্জয় চাকমার ছেলে।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত অনিয়ন চাকমার বিরোদ্ধে ৩৪১/৩৮৫/৩৮৭/৩০৭ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৬, তারিখ ২৭/৮/২০২০খ্রি:। আসামীকে শুক্রবার(২৮আগস্ট) বিশেষ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আসামীদের আটক করা হবে।
পিবিএ/চাইথোয়াই মারমা/এসডি