পানির দাবীতে আসামে মিছিল

পিবিএ ডেস্ক: প্রকল্প রয়েছে কিন্তু পানি নেই। গত সাত বছর ধরে পানীয় জলের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সহ মন্ত্রী, বিধায়ক-সাংসদদের দ্বারে দ্বারে ঘুরে বহু আবেদন-নিবেদন করেও লাভ হয়নি। নিয়মিত পৌরকর দিয়েও বছরের পর বছর ধরে একবিন্দু পানি না পেয়ে শেষ পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন লালা শহরের চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের বিটি রোড, জিপি সরণি এলাকার ক্ষুদ্ধ নাগরিকরা।

রবিবার সকালে ওই এলাকার পুরুষ, মহিলা, যুবক-যুবতী হাতে হাতে কলসী-প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বাড়ি থেক বের হয়ে প্রতিবাদী মিছিল বের করেন। পানীয় জল নেই, ভোট নেই, রাস্তা নেই, ভোট নেই, ড্রেন নেই, ভোট নেই, উন্নয়ন নেই, ভোট নেই ইত্যাদি শ্লাগান তুলে তাঁরা এলাকার হাওয়া-বাতাস সরগরম করে তোলেন। এরপর প্রায় দেড় শতাধিক পুরুষ-মহিলা, সমবেত হয়ে নানা শ্লোগানে, ধর্নায় বিক্ষোভ দেখান। আন্দোলনে সামিল পুলক নাথ, নিবেদিতা নাথ, শুক্লারানি নাথ, অনামিকা নাথ, শিল্পীরানি নাথ, শিশিরকণা নাথ, শংকরা নাথ, তিরুবালা নাথ, সৌমেনকান্তি নাথমজুমদার, বিধূভুষণ নাথ, সমর নাথ, প্রদীপ নাথ সহ আরও অনেকে এদিন পানীয় জল, ড্রেন ও রাস্তা নিয়ে বঞ্চনার চিত্র তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েন।

তাঁরা অভিযোগ করে বলেন, নিয়মিত পুরকর দিয়ে লালা শহরে বসবাস করলেও উন্নয়ন থেক বঞ্চিত রয়েছন তাঁরা। বটি রোড, গুরুপ্রসাদ সরণি ইত্যাদি এলাকায় পিএইচইর জল পৌঁছয় না। এ নিয়ে বিগত প্রায় সাত বছর ধরে পুরসভা থেকে তারা শুরু করে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বাস্তুকারদের দরবারে বারবার গেছেন। কিন্তু সমস্যাম সমাধান কেউ করেননি। যার ফলে বছরের পর বছর ধরে চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক পরিবার পানীয় জলের পাশাপাশি ড্রেন ও রাস্তা থেক বঞ্চিত রয়েছে।

তাঁরা অভিযোগ করে বলেন বারবার পনীয়জলের সমস্যা নিয়ে আবেদন-নিবেদন করেলও সাংসদ রাধেশ্যাম বিশ্বাস একটি বারের জন্য ওই এলাকায় পা মাড়াননি। শহরে বসবাস করলেও ছ নম্বর ওয়ার্ডের গুরুপ্রসাদ সরণিতে উপযুক্ত রাস্তা-ঘাট নেই। ন্যুনতম রাস্তাঘাট না থাকায় অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌছাতে পারে না। তবে তার চাইতে বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের। বর্তমানে পুকুরের অপরিশোধিত জল পান করে বহু লোক রোগে আক্রান্ত হচ্ছেন।

তাঁরা উন্নয়ন- বঞ্চনার প্রতিবাদে এবার আর কোনও প্রতিশ্রুতি শুনতে রাজি নন। তাই তাঁরা আসন্ন লোকসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার ও কর্মীদের উদাসীনতায় গোটা লালা শহরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায়ই শহরে জল সরবরাহ করা হয় না। যার ফলে গোটা শহরের নাগরিকরা বিপাকে পড়েছেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...