পিবিএ,ঢাকা: বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে বিএনপি। সোমবারের পরিবর্তে আগামী মঙ্গলবার এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
সোমবারের পরিবর্তে আগামী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি চলবে।
পিবিএ/এমআর