পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর পদত্যাগ

পিবিএ ডেস্ক: দলের বেশ কয়েকজন নেতা পক্ষ ত্যাগ করে বিরোধী দলে যোগ দেওয়ায় পদত্যাগ করেছেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। সাত বছর ধরে ক্ষমতায় থাকা ও’নেইল বিভিন্ন ইস্যুতে বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেনে। পদত্যাগের আহ্বান জানানো সত্ত্বেও এতোদিন ধরে তিনি এতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর পদত্যাগ

বেশ কয়েকজন নেতা সম্প্রতি ও’নেইলের পক্ষ ত্যাগ করেন। এ অবস্থায় ক্ষমতায় থাকার মতো সমর্থন নেই জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী স্যার জুলিয়াস চানের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছেন তিনি। দেশটির রাজধানী পোর্ট মোরেসবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ও’নেইল বলেছেন, দেশে স্থিতিশীলতা রক্ষা করাটা জরুরি। আমরা দাবির প্রতি কর্ণপাত করেছি এবং সরকার পরিবর্তনে সম্মত হয়েছি।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ৭৩ লাখ জনসংখ্যার এই দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখতে নিজের প্রচেষ্টার কথা জানিয়েছেন স্যার জুলিয়াস। সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী পিটার ও’নেইলকে ধন্যবাদ জানাই। কারণ আজ দেশ যে অবস্থায় এসেছে এতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেছেন, পাপুয়া নিউ গিনির নারী ও পুরুষদের বলছি আমাদের স্মৃতি খুব স্বল্প। আগামী দিনে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে পাবেন তিনি (ও’নেইল) কি করেছেন। কিন্তু জীবনের নিয়মে আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুটি কোম্পানির সঙ্গে কয়েক শ’ কোটি ডলারের গ্যাস প্রকল্প স্বাক্ষর নিয়ে চাপে ছিলেন ও’নেইল। যদিও চুক্তি অনুযায়ী প্রকল্পের প্রায় দ্বিগুণ পিএনজি গ্যাস রপ্তানি হবে। কিন্তু স্থানীয় কোম্পানিগুলো এই লাভ থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...