পাবজি গেম নিষিদ্ধ জর্ডানে

পিবিএ ডেস্ক: বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস বা পাবজিকে নিষিদ্ধ করেছে জর্ডান। দেশের মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে বলে এই গেম নিষিদ্ধ করার ঘোষণ দিয়েছে দেশটি।

জর্ডনের টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, নাগরিকদের মনে এই গেম বিরূপ প্রভাব ফেলছে। তাই গোটা দেশে নিষিদ্ধ হয়েছে প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস বা পাবজি।

এই গেমটি ইতোমধ্যেই ইরাক, নেপাল ও ভারতের গুজরাটে খেলা নিষিদ্ধ হয়েছে। সেই তালিকায় জর্ডানের নাম যোগ হল। জর্ডানের অন্যতম মোবাইল গেম পাবজি।

সেই দেশের মনোবিদরা অনেক দিন ধরেই এই গেম খেলার জন্য তরুণ প্রজন্মের মনে বিরূপ প্রভাব ছড়িয়ে পরে বলে অভিযোগ তুলেছিলেন। অবশেষে সেই অভিযোগ মেনে নিয়ে জর্ডনে নিষিদ্ধ হল গেমটি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...